‘কে শুনবে আমাদের আর্তনাদ’
তাজা খবর :: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক আকরাম হোসেন বাদলের ফেসবুক পেজে শুক্রবার (১৪ আগস্ট) পোস্টটি করা হয়।
ফেসবুক থেকে হুবহু প্রকাশ-
প্রসংঙ্গঃ- ১৫-ই আগস্টের কালো রাত্রিতে আজকের বাংলাদেশের রাজনীতি, ভয় হয় দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে,,
আমাদের দেশের রাজনীতিকে নষ্ট করতেই পাকিস্তানি মহাপ্রেত্মা তারেক রহমানের গভীর ষড়যন্ত্রে বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের এত দূর্ভোগ আর এত কষ্ট আর আমাদের কিছু চোখ অন্ধ,কান অকেজো,বাকরুদ্ধ নেতৃবৃন্দের জন্যই তারেক অনুসারিরা সুযোগগুলো সহজে হাতের কাছেই পেয়ে যাচ্ছে অন্য দিকে তৃনমুল নেতাকর্মীদের উপর চলছে নিরব অত্যাচার প্রানঘাতি হামলা কষ্টকর জেল জুলুম,
তারেক রহমানের ষড়যন্ত্রের কাছে পরাস্ত হচ্ছে গোটা জাতি লাভবান হচ্ছেন রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকারীরা,
যিনি নীলকন্ঠে পিতা মাতার নৃশংস হত্যার যন্ত্রণা বুকে ধারন করে নিজের জীবন বাজি রেখেও দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আর আমরা অকৃতজ্ঞ বাঙ্গালী উনাকেই হত্যা করতে চালাচ্ছি গভীর ষড়যন্ত্র! তার মানে! আমরা আজও সভ্যতা শিখিনি,,
চারদিকে দিকে শত্রুর আভির্ভাবে আমরা তৃণমূল নেতাকর্মীরা হতভাগ হওয়া ছাড়া কিছুই করার নেই আমরাও আছি নির্বাক অবস্থায় কারন কে! শুনবে আমাদের আর্তনাদ,তবুও আমরা প্রানপন দিয়েই আছি থাকবো ইনশাআল্লাহ
মোঃ আকরাম হোসেন বাদল
সাবেক সহ-সম্পাদক কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ
সভাপতি-জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।